সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০১:৩৯ পূর্বাহ্ন

মার্চের ২৯ দিনে রেমিট্যান্স এলো ১৮১ কোটি ডলার

  • প্রকাশের সময় : ৩১/০৩/২০২৪ ০৭:৪৯:৫১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
35

চলতি মাসের প্রথম ২৯ দিনে দেশে এসেছে ১৮১ কোটি ৫১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।


এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৬ কোটি ২৬ লাখ ডলার রেমিট্যান্স। রবিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ থেকে এ তথ্য জানা গেছে।


এতে বলা হয়, ১৮১ কোটি ৫১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২২ কোটি ৭৫ লাখ ডলার।


এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৩ লাখ ৩ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৫৪ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭৪ লাখ ৩০ হাজার ডলার।


বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ২৩ থেকে ২৯ মার্চ দেশে এসেছে ৪০ কোটি ৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। মার্চের ১৬ থেকে ২২ তারিখ পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছে ৩৯ কোটি ৫৪ লাখ ৭০ হাজার মার্কিন ডলার।


৯ থেকে ১৫ মার্চ দেশে এসেছে ৫০ কোটি ৬০ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এছাড়া ১ থেকে ৮ মার্চ এসেছে ৫১ কোটি ২৯ লাখ ১০ হাজার ডলার।


সিলেট প্রতিদিন / স.ল


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি