সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৩ পূর্বাহ্ন

রাজনীতি করতে এসেছি, ধান্দাবাজি করতে আসিনি : শামীম ওসমান

  • প্রকাশের সময় : ৩১/০৩/২০২৪ ১২:৪০:৪৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
53

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘আমি জাতির পিতার কন্যাকে বলেছি আমাকে মনোনয়ন দেবেন না। আপনাকে ক্ষমতায় আসতে হবে। আমি রাজনীতি করতে এসেছি, ধান্দাবাজি করতে আসিনি। ধান্দাবাজি করলে আমার বাড়িঘর, জাহাজ, ব্যবসা ব্যাংকে বন্ধক রাখতাম না।


’ ফতুল্লার কাশীপুরে থানা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বর্ধিত সভায় অংশ নিয়ে শনিবার (৩০ মার্চ) এ কথা বলেন তিনি।


শামীম ওসমান বলেন, ‘অনেকে বলে শামীম ওসমানকে এটা দেওয়া হয়নি ওটা দেওয়া হয়নি। আমি চাইলেই নিয়ে আসতে পারি। আমি পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান করি জাতির পিতার কন্যাকে।


নেত্রী যতক্ষণ আছে আমি ততক্ষণ আছি। এটাই সবচেয়ে বড় পাওয়া। নয়তো এখানে বসে আমরা আলোচনা করতে পারতাম না।’


আসন্ন সদর উপজেলা নির্বাচনে প্রার্থী ঘোষণার জন্য উপস্থিত নেতাকর্মীরা বললে তাদের উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘আপনাদের কাছে আমার অনুরোধ, আমি কোনো নাম ঘোষণা করব না।


আমার সন্তানদের কাছে হাতজোড় করে অনুরোধ করছি, আমি কোনো দিন কারো কাছে কিছু চাইনি। আমার অনুরোধ আমাকে বিব্রত কোরো না।’


নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বলেন, ‘আমি আপনাদের ভালোবাসি। এটাকে কেউ দুর্বলতা ভাবলে আমি যা বলব সেটাই হবে, এর বাইরে কিছু হবে না।’


ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম শওকত আলীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো. বাদল প্রমুখ।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি