মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২০ অপরাহ্ন

লন্ডনে এশীয়দের মধ্যে প্রথম ‘অল্ডারম্যান’ সিলেটি বংশোদ্ভুত হারুন

  • প্রকাশের সময় : ২৪/০৩/২০২৪ ০৭:৪০:৫৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
94

লন্ডনে এশিয়া উপহমহাদেশের মধ্যে প্রথম  ‘অল্ডারম্যান’ উপাধিতে ভূষিত হয়েছেন বাংলাদেশী বংশোদ্ভুত সিলেটি হারুন মিয়া।


তিনি যুক্তরাজ্যের ইষ্টবর্ণ বোরো কাউন্সিল নির্বাচনে টানা চারবার, ২০০৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৬ বছর কাউন্সিলর ও ৪ বছর ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করেন।


তিনি বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি গ্রামের কৃতিসন্তান।


এছাড়াও দীর্ঘ চার দশক ধরে বাংলাদেশী কমিউনিটি ও মূলধারার কমিউনিটির সেবায় অবদান রাখায় তাকে এই ‘অল্ডারম্যান’ সম্মাননায় ভূষিত করা হয়।


গত বুধবার হারুন মিয়ার হাতে ‘অল্ডারম্যান’ উপাধি, সার্টিফিকেট ও মেডেল তুলে দেন ইষ্টবর্ণের মেয়র ক্যানডি ভন।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি