শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন

জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক বহিস্কার

  • প্রকাশের সময় : ২৩/০৩/২০২৪ ০৭:৫৮:২২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
256

সিলেটের জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেনকে সাময়িক বহিস্কার করা হয়েছে।


আজ শনিবার বিকালে সিলেট জেলা যুবলীগের উপদপ্তর সম্পাদক মনিরুল হক পিনু একজ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন গত মঙ্গলবার  (১৯ মার্চ) সিলেট জেলা যুবলীগের সভাপতি মো. শামীম আহমদ (ভিপি) ও সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ স্বাক্ষরিত বিজ্ঞাপ্তিতে তাকে সাময়িক বহিস্কার করা হয়।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৩ সালের ৩১ জুলাই জৈন্তাপুর উপজেলার আওতাধীন চারটি ইউনিয়ন বিতর্কিত কমিটি গঠন করা নিয়ে জৈন্তাপুর উপজেলা ইউনিটের ভিতর চরম বিশৃঙ্খলা দেখা দেয়। এ কমিটি গঠন দলীয় গঠনতন্ত্র পরিপন্থী হওয়ায় গত বছরের ১ আগষ্ট সিলেট জেলা যুবলীগ কমিটিগুলো স্থগিত করে।


এছাড়াও সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশনা প্রদান করা করা হয়। কিন্তু এখন পর্যন্ত নোটিশের কোন জবাব প্রদান করেন নি আনোয়ার হোসেন। যা দলীয় গঠনতন্ত্রের শৃংখলা পরিপন্থী কাজ।


তাই পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক পদ থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।


এছাড়াও কেন স্থায়ী বহিস্কার করা হবে না, তা নোটিশ প্রাপ্তির সাত কার্যদিবসের মধ্যে সিলেট জেলা যুবলীগের দপ্তরে কারণ দর্শানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি