বড় ধরণের অগ্নিকাণ্ড থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালকে রক্ষা করে মিডিয়াঙ্গনে আলোচনায় আসা সিলেট জেলা পুলিশের সেই আলোচিত পুলিশ সদস্য মোঃ জনি চৌধুরী মিলকানকে সিলেটের করিমউল্লাহ মার্কেটের এম.আর.মোবাইল জোনের স্বত্বাধিকারী মোঃ মুছা এর পক্ষ থেকে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (০৮ মার্চ) সিলেট নগরীর কানিশাইল এলাকায় বিকাল ৪ টায় এ সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় এম.আর.মোবাইল জোনের স্বত্বাধিকারী মোঃ মুছা এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উসমানী মেডিকেল কলেজের উপ-বিভাগীয় প্রকৌশলী এনায়েত উল্লাহ, এস, কিউ গ্রুপ সিলেটের এসিস্ট্যান্ট ডিভিশনাল ম্যানেজার নাজমুল হাসান, সিলেটের মিডিয়াঙ্গনে ক্রাইম প্রতিবেদক খ্যাত সাংবাদিক মোঃ রায়হান হোসেন, দক্ষিণ সুরমা শিববাড়ি ইলেকট্রিশিয়ান সমিতির সভাপতি কুদ্দুস আহমদ, সিলেটের স্বনামধন্য পত্রিকা ক্রাইম সিলেট এর সিলেট মহানগর সংবাদদাতা মোঃ জামাল উদ্দিন, কয়লা ও পাথর আমদানি কারক জাফলং এর বিশিষ্ট ব্যবসায়ী হাসান আহমদ, সিলেটের স্বনামধন্য পত্রিকা ক্রাইম সিলেট এর বিশেষ সংবাদদাতা মোঃ আব্দুস সামাদ, গণপূর্ত বিভাগ এর টিকাদার জুয়েল আহমদ, রেনেটা ওয়ার হাউজ এসিস্ট্যান্ট মোঃ জাকারিয়া, দানবীর অলি উল্লাহ প্রমুখ।
উল্লেখ্য, গত শনিবার (২ মার্চ) দুপুর ২টার দিকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ২নং গেইটের ১০তলা ভবনের পাশে ময়লার স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় তৎপরতার সাথে আগুন নিয়ন্ত্রণে ভূমিকা রাখেন পুলিশ সদস্য জনি।