শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৩:৪০ অপরাহ্ন

সিলেটে মামার হাতে ভাগনা খু.ন

  • প্রকাশের সময় : ০৫/০৩/২০২৪ ১২:০৮:১২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
216

সিলেট নগরীতে মামার হাতে ভাগনা খুন হয়েছেন। সোমবার দুপুরে নগরীর শাহজালাল উপশহর এলাকার ই ব্লকের ২নং রোডের ২৯ নং বাসায় এ ঘটনা ঘটে।


পরে রাত সাড়ে ১১টার দিকে দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করা হয়।


নিহত ব্যক্তির নাম রাফি (২৫)। তার বাড়ি গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ এলাকায়। সে উপশহর এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতো। 


জানা যায়, সোমবার সকালে পরিবারের লোকজন রাফি ও তার মামা আবু সুফিয়ানকে বাসায় রেখে বাহিরে যান। পরে বাসায় ফিরে রুম তালাবদ্ধ দেখেন ও রাফির কোন খোঁজ খবর পাচ্ছিলেন না। এক পর্যায়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তালাবদ্ধ রুম থেকে তার লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের সময় তার শরিরের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরণের আঘাতের চিহ্ন পাওয়া যায়। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। ধারণা করা হচ্ছে, ব্যবসার টাকা নিয়ে রাফির সাথে তার মামা আবু সুফিয়ানের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে আবু সুফিয়ান পালিয়ে যায়।


লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে শাহপরান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


সিলেট প্রতিদিন / সাকিব


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি