সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০১:৫৭ পূর্বাহ্ন

সিলেটে হোটেল তিতাস থেকে ১০ নারী-পুরুষ আটক

  • প্রকাশের সময় : ২৪/০২/২০২৪ ০৯:৫৩:৪৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
125

সিলেটের দক্ষিণ সুরমায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ ১০ নারী-পুরুষকে আটক করেছে সিলেট মহানগর ডিবি পুলিশ।


শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮র দিকে উপজেলার হুমায়ুন রশিদ চত্বরের তিতাস আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। 


আটকদের মধ্যে ৭জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন।


আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। 



আটককৃতরা হলেন- গোপালগঞ্জের মোকসেদপুর ফতেহপট্টি কুদ্দুস শেখের ছেলে ইমরান শেখ(১৮), সিলেটের বালাগঞ্জের কীত্তজালালপুর মৃত তাজুল্লাহ শামসুল মিয়া(২৬), মৌলভীবাজারের বড়লেখার আজমীর গ্রামের মস্তকিন আলীর ছেলে ময়না আহমদ(২৫), ফরিদপুর জেলার পইলেন পট্টি গ্রামের মোশাররফ হোসেনের ছেলে আসাদ শেখ(২৪), দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার সোনারগাঁও গ্রামের মৃত আম্বর আলীর ছেলে মো.কুটি মিয়া(৪২),সুনামগঞ্জের শাল্লা থানার গোপালপুর চাকুয়া গ্রামের মৃত রসময় দাসের ছেলে সজিব দাস(২৬), রংপুরের গংগাছোরা থানার গদুঘন্টা গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল মিয়া(২২),জামালগঞ্জের মাদারগঞ্জের রামচন্দ্র পুর গ্রামের আবুল হাসেমের মেয়ে শারমিন (২৫), বরিশালের চর খালেখা গ্রামের হেলাল খলিফার মেয়ে পারভিন আক্তার লিজা(২৬), রাজশাহী মোহনপুর থানার গ্রামের পাকুরিয়া গ্রামের আলমাস হোসেনের মেয়ে শ্যামলী খাতুন(২৬)


এব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) এর সার্বিক দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে ১০ নারী-পুরুষকে আটক করা হয়। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি