সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৩:৩১ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে ফের মর্টার শেল উদ্ধার

  • প্রকাশের সময় : ২৪/০২/২০২৪ ০৮:০৯:২৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
39

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ফের আরও একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করা হয়েছে।


শুক্রবার উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের বাউরভাগ হাওরের দক্ষিণপাড়া এলাকার ডাউকি নদী থেকে স্বাধীনতা যুদ্ধের সময়ের ওই মর্টার শেলটি উদ্ধার করা হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দক্ষিণপাড়া এলাকার এক ব্যক্তি ডাউকি নদী পারাপারের সময় হঠাৎ নদীর মাঝখানে লোহার একটি টুকরো তার পায়ে লাগে। পরে নদী থেকে তুলে সেটি পরিষ্কার করে পাড়ে এনে দেখতে পান সেটি মর্টার শেল। এ সময় স্থানীয়রা খবর দিলে গোয়াইনঘাট থানার পুলিশ ঘটনাস্থলে এসে মর্টার শেলটি হেফাজতে নেয়।


এব্যাপারে গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান সুমন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মর্টার শেলটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে। বর্তমানে একদল পুলিশ সেখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


এর আগে গত সোমবার উপজেলার একই ইউনিয়নের ডাউকি নদী থেকে বালু উত্তোলনের সময় বারকি শ্রমিকরা একটি মর্টার শেল উদ্ধার করে।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি