শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১০:৫৫ অপরাহ্ন

‘বঙ্গবন্ধু’-অ্যাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • প্রকাশের সময় : ২৪/০২/২০২৪ ০৩:২০:৪৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের গণভবনে ‘বঙ্গবন্ধু’-অ্যাপ উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Share
65

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী এবং বাংলাদেশ সৃষ্টির ইতিহাস সমৃদ্ধ দুর্বার টেকনোলজিস লিমিটেডের মাধ্যমে তৈরি ‘বঙ্গবন্ধু’-অ্যাপ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


শনিবার (২৪ ফেব্রুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অ্যাপটির উদ্বোধন ঘোষণা করেন।


শেখ হাসিনা বলেন, এই অ্যাপের মাধ্যমে সহজেই জাতির পিতার বর্ণাঢ্য কর্মময় জীবন সম্পর্কে মানুষের জানার সুযোগ সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে আমাদের মহান স্বাধীনতার সঠিক ইতিহাস জনগণের মধ্যে ছড়িয়ে দেয়ার ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি হয়েছে।


তিনি এই মহতী উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অনুপ্রেরণামূলক দিকনির্দেশনা দেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস এম ফারুকী হাসান, রাজী মোহাম্মদ ফখরুল, লুৎফুর রহমান, রেজাউল মাকসুদ জাহেদী, লে. কমান্ডার মসিউল, জামিলুর রহমান, মো সুমন মিয়া প্রমুখ।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি