সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৩:০৬ পূর্বাহ্ন

সিলেটে এক সঙ্গে ৪ মেয়ে সন্তান জন্ম দিলেন ফৌজিয়া

  • প্রকাশের সময় : ২৩/০২/২০২৪ ০৭:২৩:৫১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
56

সিলেটে এক সঙ্গে চার মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন এক ফৌজিয়া নামে এক নারী।


বৃহস্পতিবার(২২ফেব্রুয়ারি) রাতে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশনের মাধ্যমে এই চার শিশুর জন্ম হয়।


শিশু চারটির বাবার নাম রুহুল আমিন ও মা ফৌজিয়া বেগম। তাদের বাড়ি কানাইঘাট উপজেলার রাজাগঞ্জে।


শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।


নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের কর্মকর্তা জানান, বৃহস্পতিবার রাত ৯টা ৫১ মিনিটে প্রসূতি মা ফৌজিয়া বেগমকে প্রফেসর ডা.রাশিদা আকতারের তত্ত্বাবধানে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই অপারেশন করা হলে চারটি সন্তানের জন্ম হয়। পরে শিশু চারটিকে নবজাতক নিবিড় যত্ন ইউনিটে (এনআইসিইউ) রাখা হয়। বর্তমানে তারা আশংকামুক্ত।


এছাড়া প্রসূতি মা ফৌজিয়া বেগমও সুস্থ আছেন বলে জানায় উইমেন্স হাসপাতাল ওই কর্মকর্তা।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি