সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০১:৫০ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে ধর্ষণ মামলার তিন আসামি গ্রেফতার

  • প্রকাশের সময় : ২৩/০২/২০২৪ ০৫:৪১:০২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
83

সিলেটের কোম্পানীগঞ্জে ধর্ষণ মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।


বুধবার ও বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জের ছাতকের রতনপুর গ্রামের আনর আলীর পুত্র মুহিবুর রহমান, বড়গোল্লা গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র শাহিন আহমদ ও মৌলভীবাজার সদর উপজেলার বর্শিজোড়া গ্রামের নুর উদ্দিনের পুত্র রুবেল মিয়া।


গ্রেফতারকৃতরা গত বুধবার কোম্পানীগঞ্জ থানায় দায়ের করা সংঘবদ্ধ ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।


পুলিশ জানায়, বুধবার ও বৃহস্পতিবার টানা দুইদিনের অভিযানে মৌলভীবাজার, সুনামগঞ্জ ও কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে এই তিন আসামিকে গ্রেফতার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। গত ১৭ ফেব্রুয়ারী রাত সাড়ে ৭টায় কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল এলাকায় এক নারী গণধর্ষণের শিকার হয়। পারিবারিক সম্পর্কের সূত্র ধরে ওই নারীকে সিলেটের মাছিমপুর থেকে ফুসলিয়ে নিয়ে আসে এই তিন বখাটে।


এব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি