সিলেটে জুয়ার সামগ্রীসহ ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছে মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।
আটককৃতরা হলেন- বি-বাড়িয়ার নবীনগর উপজেলার মানিক মিয়া(৪০), সুনামগঞ্জ ছাতকের ফুল মিয়া(৩৫), নেত্রকোনার বারহাট্টার শাহীনূর (৪৫), চট্টগ্রাম হালিশহরের শাহীন (২৩), কিশোরগঞ্জ করিমগঞ্জের স্বপন চন্দ্র তালুকদার(৩৫), গাজীপুরের কাপাসিয়া মো. রুবেল(২৮)।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কিন ব্রিজ সংলগ্ন সুইপার কলোনীর তাহের মিয়ার পরিত্যাক্ত ঘরের সামনে ফাঁকা জায়গায় মানিকের জুয়ার বোর্ডে অভিযান চালায়। এসময় ওই ৬ জনকে আটক করার পর আদালতে সোপর্দ করা হয়েছে।