সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০২:০৩ পূর্বাহ্ন

বালাগঞ্জে বাসায় অগ্নিকাণ্ড, ৯লাখ টাকার ক্ষয়ক্ষতি

  • প্রকাশের সময় : ২২/০২/২০২৪ ০৯:০২:৫২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
59

সিলেটের বালাগঞ্জ বাজারে একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৩ টার সময় এ ঘটনা ঘটে।


জানা যায়, বালাগঞ্জ বাজারে ব্যবসায়ী অজয় কুমার দেবের নিজস্ব বাসার দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ড ঘটে। পরে ওসমানীনগর দমকলকর্মীরা বাজার বণিক সমিতিসহ স্থানীয়দের সহযোগীতায় আগুন নেভাতে সক্ষম হয়।অগ্নিকাণ্ডে ঘরের যাবতীয় আসবাবপত্র, বই-খাতা, নগদ টাকা পুড়ে যায়। এতে আনুমানিক ৯ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বাসার প্রথম তালায় স্থানীয় নিত্য গোপাল দেবের সুদর্শন গ্লাস এন্ড হার্ডওয়ার দোকান ছিলো।তবে দোকানে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।


প্রত্যক্ষদর্শীরা জানান, বালাগঞ্জ বাজারে বৈদ্যুতিক লাইনসহ বৈধ-অবৈধ ডিসলাইন ও ওয়াইফাই লাইনের ছড়াছড়ি। বাজার ও বাসায় অবস্থিত বৈদ্যুতিক লাইন গুলো অনেক পুরাতন। ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক লাইন শর্টসার্কিটের কারণের এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। 

এব্যাপারে ব্যবসায়ী অজয় কুমার দেব বলেন, আজ ধর্মীয় কাজে মন্দিরে ছিলাম পুরো পরিবার। ঘরে খাবারও রান্না হয়নি। উপাসনার কাজ শেষ করে ঘরে প্রবেশ করার ৩-৪ মিনিটের মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘরের যাবতীয় আসবাবপত্র, বই-খাতা, নগদ টাকা সহ এ ঘটনায় ৯ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


এব্যাপারে ওসমানীনগর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো.অপু মিয়া বলেন, তদন্তের পরে অগ্নিকান্ডের উৎস জানা যাবে।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি