সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৩:০৯ পূর্বাহ্ন

শুক্রবার সিলেট নগরীতে ৪ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

  • প্রকাশের সময় : ২২/০২/২০২৪ ০৮:৩৪:২৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
45

সিলেট নগরীর কয়েকটি এলাকায় ফিডারের বিতরণ লাইন এবং ট্রান্সফরমারের জরুরি মেরামত কাজের জন্য ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


বৃহস্পতিবার (২২ফেব্রুয়ারি) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিডারের বিতরণ লাইন এবং ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজ এবং সিলেট সিটি করপোরেশনের রাস্তা প্রশস্তকরণসহ ড্রেন নির্মাণকাজের জন্য ১১ কেভি কালীঘাট ফিডারের আওতাধীন আমজাদ আলী রোড, কালীঘাট, ছড়ারপাড়, মাছিমপুর, মহাজনপট্রি, হকার্স মাকেট, লালদীঘিরপাড়, ডাক বাংলা রোড ও আশপাশের এলাকায় শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 


গ্রাহকদের সাময়িক সমস্যার জন্য দুঃখ প্রকাশ করে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি