ফেব্রুয়ারি মানে
নাবিলা আক্তার তুলি
ফেব্রুয়ারি মানে
ভাইয়ের রক্তে রঞ্জিত মাস।
ফেব্রুয়ারি মানে
হাজারও মায়ের সন্তান হারানোর বেদনা।
ফেব্রুয়ারি মানে
হাজারও বোনের ভাই হারানোর যন্ত্রণা।
ফেব্রুয়ারি মানে
ভাষা শহিদের গুণ-গান।
ফেব্রুয়ারি মানে
স-গৌরবে নিজেকে প্রকাশ আর
দুর্বার বেগে জেগে উঠা।
শিক্ষার্থী, অষ্টম শ্রেণি, আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ, বিয়ানীবাজার, সিলেট।