অবশেষে গাজা উপত্যকার রাফায় হামলা শুরু করেছে ইসরাইল। রাতভর চালানো এ হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন। আহত ২৩০ জন।
সোমবার (১২ ফেব্রুয়ারি) লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল মায়াদিন জানায়, গাজার দক্ষিণের শহর রাফায় ইসরাইলের মুহূর্মুহু বোমা বর্ষণ ও বিমান হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। রাফার কয়েকটি এলাকার প্রায় ১৪টি বাড়ি ও তিনটি মসজিদে হামলা চালায় তারা।
এ সময় দফায় দফায় ইসরাইলের বিমান হামলায় পুরো শহর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
এর আগে, এক বিবৃতিতে ইসরাইলের সেনাবাহিনী জানায়, রাফায় হামাসের সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে তারা। রাফা থেকে দুজন ইসরাইলি বন্দিকে উদ্ধার করেছে বলেও ঘোষণা দিয়েছে ইসরাইলের বাহিনী।
ওই দুই বন্দির একজনের বয়স ৬০, অপরজনের ৭০ বছর। গত ৭ অক্টোবর কিবুত নির ইয়েতঝুক থেকে তাদের ধরে আনা হয়। তারা ভালো আছেন এবং তাদেরকে তেল আবিবের একটি হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জনায় সেনাবাহিনী।
এর আগে, রাফায় হামলা না চালাতে ইসরাইলের প্রতি কড়া সতর্কবার্তা দেয় আন্তর্জাতিক সম্প্রদায়। এছাড়া রাফায় হামলা হলে বন্দি বিনিময় আলোচনা ভেস্তে যাবে বলেও হুঁশিয়ারি দিয়েছিল হামাস।