সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বড়মোহা গ্রামে হতদরিদ্র অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বড়মোহা গ্রামে সুলেমান জায়গীরদার অর্গানাইজেশনের উদ্যােগে এ শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুলেমান জায়গীরদার অর্গানাইজেশনের সভাপতি মো.মশিউর রহমান জায়গীরদার মিঠুর সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা মো.শোয়েব আহমদ জায়গীরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, পশ্চিম বীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ব্যরিষ্টার মো.নুরুল আমিন,তাহিরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.তৌফিক আহমদ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো.সুয়েব চৌধুরী, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি হাজী তহুর আলী, ইউপি সদস্য আব্দুল হালিম, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ইউসুফ উদ্দিন ও সুলেমান জায়গীরদার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক শামীম জায়গীরদার প্রমুখ।
এসময় সাবেক ইউপি সদস্য মো.তারা মিয়া, সমাজসেবক মতিউর রহমান, সাবেক ইউপি সদস্য জুবেদ খাঁন, উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী জয়ন্ত চৌধুরীসহ অত্র এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ এবং সুলেমান জায়গীরদার অর্গানাইজেশনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।