রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪১ অপরাহ্ন

ব্যারিস্টার সুমনের এলাকায় আর ‘দুই নাম্বারি’ চলবে না!

  • প্রকাশের সময় : ১১/০২/২০২৪ ০৩:২৮:৪০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
56

সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন বলেছেন, ‘আমারে এমপি না ডাইক্কা সুমন ব্যারিস্টার ডাকবা। তোমাদের যাদের বাবা-মা নাই তাদের বাবা-মায়ের দায়িত্ব নেবে সুমন ব্যারিস্টার। আমার ছেলে-মেয়ের জন্য যতটুকু কষ্ট করব, তোমাদের জন্যও ততটুকু কষ্ট করব; তোমরা যাতে বড় হতে পারো। আমার এলাকায় আর দুই নাম্বারি চলবে না। এমপি যদি দুর্নীতি করে, তবে তারেও জেলে দেবা তোমরা।’


শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লাল চান্দ চা বাগানের হতদরিদ্র অসহায় চা শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিনামূল্যে চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


ব্যারিস্টার সুমন বলেন, ‘আমি বলেছিলাম আপনারা আমার জন্য শুধু একদিন ৭ ঘণ্টা ভোটকেন্দ্রে থাকবেন, আমি আগামী পাঁচ বছর আপনাদের পাহারাদার হয়ে থাকব। আমি নিজেকে এমপি মনে করি না, আমি মনে করি আমি আপনাদের শ্রমিক; জনগণের শ্রমিক। যদি আপনাদের সেবা না করতে পারি, এমপি পদ ছেড়ে দেব।’


তিনি আরও বলেন, ‘আগে মন্ত্রী, এমপি, চেয়ারম্যানরা ত্রাণের চাল চুরি করতো, গম চুরি করতো; কিন্তু এখন আর এসব হবে না। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি কেউ দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতেও দেব না। একজন চা শ্রমিকও না খেয়ে থাকবে না। প্রয়োজন হলে আমি আমার খাবার দিয়ে দেব।’


চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানার সভাপতিত্বে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সার্বিক তত্ত্বাবধানে ২০০০ শ্রমিকের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল কাদির লস্কর, শানখলা ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি