সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৩:১৪ পূর্বাহ্ন

উপশহরে একাধিক অটোরিকশায় বাসের ধাক্কা : ১০ যাত্রী আহত

  • প্রকাশের সময় : ১১/০২/২০২৪ ০১:১৬:৪৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
78

সিলেট মহানগরীর উপশহরে অন্তত ৬ টি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিয়েছে একটি বাস। এতে করে অটোরিকশাগুলোতে থাকা মহিলা সহ অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।


আহতদের স্থানীয়রা উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।


রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুর বারোটার দিকে এই ঘটনা ঘটে।


দুর্ঘটনার বিষয়টি সিলেট প্রতিদিনকে নিশ্চিত করেছেন সোবহানীঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ কাজী রিপন সরকার।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, রোববার দুপুর বারোটার দিকে মেন্দিবাগ পয়েন্টে একটি বাস (ঢাকা মেট্রো ১১-১৫৮০) বেপরোয়া গতিতে এসে পাঁচ থেকে ছয়টি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে করে সিএনজি চালিত অটোরিকশাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি গাড়িতে থাকা মহিলা সহ অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। ঘটনার পর পরই বাসের চালক পালিয়ে গেছে।


এবিষয়ে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ কাজী রিপন সরকার সিলেট প্রতিদিনকে বলেন, বাসের চালক মনে হয় ভুল করে ব্রেকে চাপ দিতে গিয়ে এস্লেটারে চাপ দিয়ে দেয়। এতে করে বাসটি কন্ট্রোল করা সম্ভব হয় নি।


তিনি বলেন, এই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেলেও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একজন চিকিৎসাধীন রয়েছেন। বাকীরা নগরীর প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি