আগামী মার্চ মাসে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।
লংকানদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ শুরুর আগেই গুঞ্জন রটে এই সিরিজে বিশ্রাম নেবেন সাকিব আল হাসান। সাকিব যদি বিশ্রাম নেন তাহলে দলকে কে নেতৃত্ব দেবেন। আর যদি সাকিব খেলেন তাহলে তিনি নেতৃত্ব দেবেন কিনা?
বিপিএলের চলতি আসরের শুরু থেকেই চোখের সমস্যায় ভুগছেন রংপুর রাইডার্সের তারকা অলরাউন্ডার সাকিব। যে কারণে কয়েকটি ম্যাচে খেলতে পারেননি। আবার কয়েক ম্যাচে খেললেও ব্যাটিং করেননি। গতকাল শুক্রবার বিকেলে ঢাকায় একটি বাণিজ্যিক অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্ন শুনে ক্ষেপে পাল্টা প্রশ্ন করেন সাকিব।
তিনি বলেন, ‘কে বলেছে আপনাকে? গুঞ্জন গুঞ্জনই থাকতে দেন। আর না হলে আপনি বের করেন খুঁজে, কে বলেছে। তাকে জিজ্ঞেস করেন। আমি কী বলেছি কাউকে?’
সাংবাদিক তখন জানান, আমরা আপনার কাছ থেকে সঠিক তথ্যই জানতে চাচ্ছি। উত্তরে সাকিব বলেন, ‘আপনি মাত্র কী বললেন। আমি কী বলেছি কখনো খেলতে চাচ্ছি বা চাচ্ছি না। কোথা থেকে শুনেছেন? আশপাশের কে? যার কাছে শুনেছেন তাকে জিজ্ঞেস করেন। আমি যদি বলতাম খেলতে চাই অথবা খেলতে চাই না, তখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারতেন।’
এরপর সাকিব বলেন, ‘শ্রীলংকা সিরিজ নিয়ে এখনো কোনো পরিকল্পনা হয়নি। বিপিএল চলছে। এটাতেই ফোকাস করছি। চেষ্টা করছি কীভাবে দলের জন্য অবদান রাখতে পারি।’
বাংলাদেশ সফরে সিলেটে ৪, ৬ ও ৯ মার্চ তিনটি টি-টোয়েন্টি খেলবে শ্রীলংকা। এরপর ১৩, ১৫ ও ১৮ মার্চ চট্টগ্রামে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। সফরের শেষ দিকে সিলেট ও চট্টগ্রামে দুটি টেস্ট ম্যাচ খেলবে।