রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২:০০ অপরাহ্ন

নবীগঞ্জে ওরসকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে উত্তেজনা

  • প্রকাশের সময় : ০৯/০২/২০২৪ ০৬:২০:৪২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
55

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় হযরত শাহ তাজ উদ্দিন কুরেশী (রহ.) বার্ষিক ওরসে গান বাজনা বন্ধের দাবিতে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় লোকজন। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।


অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার ( ৯ ফেব্রুয়ারি) নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের হযরত শাহ তাজ উদ্দিন কুরেশী (রহ.) মাজারে বার্ষিক ওরস অনুষ্ঠিত হবে। 


ওরস কেন্দ্র করে একদল কুচক্রী মহল গান বাজনার আয়োজন করেছে। গানকে কেন্দ্র করে অশ্লীল নাচগান, জুয়াসহ অসামাজিক কর্মকাণ্ড- সংগঠিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।


এদিকে, মাজার কমিটির সংশ্লিষ্টরা ওরসের আয়োজন করেছন এবং আজ তা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।


অপরদিকে, ওরস অনুষ্ঠিত হবে জেনে স্থানীয় মুসলিম জনতা ফুসে উঠেছেন। গান বন্ধের জন্য বার বার আহ্বান জানালেও কোনো সুরাহা হয়নি। গত সোমবার নবীগঞ্জ থানার ওসির বরাবর ওরসে গান বাজনা বন্ধের দাবিতে অর্ধশতাধিক মানুষের স্বাক্ষরে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।


ফলে এখন দুইপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় সংঘাতে পরিণত হতে পারে ধারণা করছেন সচেতন মহল।


এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি