রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৩ অপরাহ্ন

হবিগঞ্জে ফেনসিডিল ও গাঁজাসহ যুবক আটক

  • প্রকাশের সময় : ০৯/০২/২০২৪ ০৬:০১:১২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
46

হবিগঞ্জের মাধবপুরে ভারতীয় ১২০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজাসহ কাজল মিয়া (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।


শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় হবিবপুর গ্রাম থেকে আটক করা হয়। আটককৃত কাজল চৌমুহনী ইউনিয়নের হবিবপুর গ্রামের মৃত জিতু মিয়ার ছেলে।


বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম খাঁন।


পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় গোপনে সংবাদে মাধ্যমে খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.গোলাম মোস্তুফার নেতৃত্ব অভিযান চালিয়ে উপজেলার চেঙ্গার-বাজারের উত্তরে হবিবপুর গ্রামের মো.কাজল মিয়া বসতঘরে সুকৌশলে লুকায়িত অবস্থা ১২০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম খাঁন জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হবে।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি