সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৩:০৮ পূর্বাহ্ন

কুলাউড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : ০৯/০২/২০২৪ ১২:৩৭:৫৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
52

কুলাউড়া উপজেলার কাদিপুরের (মধ্যে চুনঘর) এলাকায় পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। 


বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটেছে। শিশু দুটি চুনঘর এলাকার তাহীর আলীর মেয়ে মেঘলা বেগম (৮) সে চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী। অন্যজন একই বাড়ির মো: বিলাল মিয়ার মেয়ে মোহনা বেগম (৬) সে চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী।  


এব্যাপারে মেঘলা ও মোহনার চাচা ( আশিদ মিয়া) জানান, মেঘলা মোহনাকে নিয়ে তার বাবার বোরো ক্ষেতে গিয়েছিল। বাবার কাছ থেকে মেঘলা এবং মোহনা সাড়ে ৪ টার দিকে ২০ টাকা নিয়ে বাড়িতে আসে। বাবা ক্ষেতের কাজ শেষ করে বাড়িতে এসে মেয়ের কথা জিজ্ঞেস করলে পরিবারের লোকজন মেয়ে আসে নাই বলে জানান।


মেয়েকে খুঁজতে গিয়ে বাড়ির পাশে একটি বড়ই গাছের পাশে ডুবাতে তার লাশ দেখতে পান। সেখান থেকে লাশ উদ্ধার করে মুসলিম এইড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 


মোহনার খোঁজে তার চাচা জায়েদ মিয়া ও জুহুর আলী একই ডুবা থেকে মোহনার লাশ উদ্ধার করেন। দুই শিশুর মৃত্যুতে এলাকা জুড়ে শোকের মাতম চলছে।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি