শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৮:৪৮ অপরাহ্ন

রেমিট্যান্স বেড়েছে জানুয়ারিতে

  • প্রকাশের সময় : ০৪/০২/২০২৪ ০৭:৫৫:৪১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
41

চলতি বছরের জানুয়ারি মাসে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ২১০ কোটি ৯ লাখ ৫০ হাজার ডলার। গত বছরের জানুয়ারির তুলনায় বেশি। সে বছর এই মাসে  আয় এসেছিল ১৯৫ কোটি ৮৮ লাথ ৭০ হাজার ডলার। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।


তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে (১ থেকে ৫ জানুয়ারি) রেমিট্যান্স এসেছিল ৩৭ কোটি ৮ লাখ ৭০ হাজার ডলার। রেমিট্যান্স দ্বিতীয় সপ্তাহে (৬ থেকে ১২ জানুয়ারি) ৫৪ কোটি ৫০ লাখ ৪০ হাজার ডলার, তৃতীয় সপ্তাহে (১৩ থেকে ২৯ জানুয়ারি) ৪৪ কোটি ৮২ লাখ ৩০ হাজার ডলার, চতুর্থ সপ্তাহে (২০ থেকে ২৬ জানুয়ারি) ৪০ কোটি ৩২ লাখ  ডলার এবং পঞ্চম সপ্তাহে (২৭ থেকে ৩১ জানুয়ারি) ৩৩ কোটি ৩৬ লাখ ১০ হাজার ডলার এসেছে। 


চলতি বছরের জানুয়ারিতে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে ১৭ কোটি ১৯ লাখ ৩০ হাজার ডলার, দুই বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ছয় কোটি ৯৮ লাখ ১০ হাজার ডলার, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে ১৮৫ কোটি ২৬ লাখ ৩০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৬৫ লাখ ৮০ হাজার ডলার প্রবাসী আয় দেশে এসেছে।


অন্যান্য সময়ের মতো এবারে ইসলামী ব্যাংকের মাধ্যমে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। জানুয়ারিতে ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৭০ কোটি ১৩ লাখ ১০ হাজার ডলার। এরপরেই রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংকের অবস্থান। ব্যাংকটির মাধ্যমে ১৩ কোটি ৩৪ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। এ ছাড়া আল-আরাফাহ ইসলামী ব্যাংকের মাধ্যমে আট কোটি ৯২ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। এছাড়া জনতা ব্যাংকের মাধ্যমে সাত কোটি ৫২ লাখ ৪০ হাজার ডলার, এনসিসি ব্যাংকের সাত কোটি ৩০ হাজার ডলার, বাংলাদেশ কৃষি ব্যাংকের ছয় কোটি ৯৮ লাখ ১০ হাজার ডলার এবং অগ্রনী ব্যাংকের মাধ্যমে ছয় কোটি ৭১ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। 


২০২৩ সালের ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৯৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার ডলার। আগের মাস নভেম্বরে রেমিট্যান্স এসেছে ১৯৩ কোটি ৪০ হাজার ডলার, অক্টোবরে ১৯৭ কোটি ১৪ লাখ ৩০ হাজার ডলার, সেপ্টেম্বরে ১৩৩ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ডলার, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ডলার এবং জুলাইয়ে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি