রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০১ অপরাহ্ন

দক্ষিণ সুরমায় হামলায় আহত ছাত্রলীগ নেতা আবুলের মৃত্যু

  • প্রকাশের সময় : ০২/০২/২০২৪ ০৭:৫৫:১৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
215

সিলেটের দক্ষিণ সুরমায় ছাত্রলীগের এক পক্ষের হামলার ঘটনায় আহত আবুল হোসেন (২৫) নামক এক ছাত্রলীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় ওসমানী হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।


শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় তিনি মৃত্যুবরণ করেন। তার লাশ ওসমানীর মর্গে রাখা হয়েছে।আবুল হোসেন নগরীর মোমিনখলা এলাকার আউয়াল মিয়ার ছেলে।


জানা গেছে, গত ২৫ জানুয়ারি রাত ৮টার দিকে দক্ষিণ সুরমার বাইপাস এলাকায় ছাত্রলীগের একটি পক্ষের হামলায় অপর একটি পক্ষের আবুল হোসেনসহ মোট ৬জন আহত হয়েছিলেন।


আহত অপর ৫জন হলেন জাবের আহমদ, সাজু, রাজু, আবিদ ও আহমদ শাহেদ। এদের মধ্যে আবুল হাসান, জাবের ও সাহেদ আহমদের অবস্থা ছিলো গুরুতর।সেদিন আগের একটি ঘটনা সমাধানের লক্ষ্যে আবুল হাসান, জাবের আহমদসহ অন্যদেরকে বাইপাস এলাকার একটি দোকানে নিয়ে যাওয়া হয়। একপর্যায়ে উত্তপ্ত বাক্য বিনিময় হলে ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আবু দ্বারদা জিহাদ তামি ও তার ছোট ভাই জামির নেতৃত্বে ২৫/৩০ জনের একটি গ্রুপ তাদের উপর হামলা চালায়।


খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। হামলার ঘটনায় জড়িতরা মহানগর ছাত্রলীগের রাজনীতীর সাথে সম্পৃক্ত বলে জানাযায়। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় একটি মামলাও দায়ের করা হয়েছিল।


আহত আবুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনসার আহমদ কয়েস।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি