সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০১:৫৪ পূর্বাহ্ন
সৈয়দুল ইসলাম

আযান

  • প্রকাশের সময় : ১৩/১১/২০২৩ ০১:১৬:২৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
192

আযান হলো প্রার্থনার ডাক

বুঝতে হবে সবে,

এবাদত বন্দেগীর জন্য

এসেছি এই ভবে।

মসজিদের ঐ মিনার থেকে

আযানেরই সুর,

দিবা রাত্রি আসে কানে

লাগে সুমধুর। 

জামাত সহিত পড়তে নামাজ

ডাকে মুয়াজ্জিন, 

নামাজ ছাড়া জিবন সবার 

যেনো মূল্যহীন।

আযান শুনে কাজটা ফেলে

ছুটবো মসজিদ পানে,

ছুটবো সবাই দলে দলে 

নামাজেরই টানে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি