মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১০ অপরাহ্ন

মাধবপুরে স্বামীর গোপনাঙ্গ দ্বিখণ্ডিত করলেন স্ত্রী

  • প্রকাশের সময় : ২০/০৯/২০২৩ ১২:৩১:৪০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
115

হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর গোপনাঙ্গ দ্বিখণ্ডিত করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।

ভুক্তভোগী হাবিব মিয়াকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

গত সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার আদাঐর ইউনিয়নের নজরপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ সূত্রে জানা যায়,  সোমবার রাত ১০ টার দিকে স্ত্রী জোনাকী আক্তার (৩০) ধারালো ছুরি দিয়ে স্বামী হাবিব মিয়ার গোপনাঙ্গ দ্বিখণ্ডিত করে দেন। চিৎকার শুনে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। 

হাবিব মিয়ার বোনের স্বামী গিয়াস উদ্দিন জানান, সম্প্রতি নজরপুর গ্রামের বোনের বাড়িতে বসবাসরত জোনাকীর সঙ্গে হাবিবের বিয়ে হয়। জোনাকীর এর আগে অন্যত্র বিয়ে হয়েছিল এবং তার একটি সন্তানও আছে। কিছু দিন ধরে তাদের মধ্যে বিরোধ ছিল। বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাবিবের অস্ত্রোপচারের কথা আছে। 

এ ব্যাপারে মাধবপুর থানার এসআই রায়হান জানান, এ বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ঘটনার পরে রাত ১১টার দিকে তিনি নিজে হাবিবকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠান।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি