যার তর্জনীর ইশারায় একাত্তরে
অনায়াসে জীবন বাজি রাখে লক্ষ জনতা
এমন তর্জনী আর কোথা পাবে বলো-
জানি, জবাব- নাই,
নাই আর কোথাও নাই
পচাত্তরে একজন মুজিবকে হত্যা করলেই কী
সব শেষ হয়ে যাবে? কখনোই না
যুগে যুগে আরো কতো মুজিব আসবে, রাসেল আসবে
আসবে লক্ষ কোটি হয়ে...
প্রতিনিয়ত আমরা মুজিব হয়ে আসি
প্রতিনিয়ত আমরা সবুজের বুকে লাল বৃক্ত আঁকি
প্রতিনিয়ত আমরা বাংলাদেশ হয়ে যাই
প্রতিনিয়ত আমরা মুজিবের জয়গান গাই।