মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন

মোহাম্মদ নুরুল ইসলাম’র কবিতা- বাংলাদেশ হয়ে যাই

  • প্রকাশের সময় : ০১/০৮/২০২৩ ০৪:৪৯:০১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
55

যার তর্জনীর ইশারায় একাত্তরে

অনায়াসে জীবন বাজি রাখে লক্ষ জনতা

এমন তর্জনী আর কোথা পাবে বলো-

জানি, জবাব- নাই, 

                    নাই আর কোথাও নাই

পচাত্তরে একজন মুজিবকে হত্যা করলেই কী

সব শেষ হয়ে যাবে? কখনোই না

যুগে যুগে আরো কতো মুজিব আসবে, রাসেল আসবে

আসবে লক্ষ কোটি হয়ে...

প্রতিনিয়ত আমরা মুজিব হয়ে আসি

প্রতিনিয়ত আমরা সবুজের বুকে লাল বৃক্ত আঁকি

প্রতিনিয়ত আমরা বাংলাদেশ হয়ে যাই

প্রতিনিয়ত আমরা মুজিবের জয়গান গাই।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি