বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন

লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি স্কুলশিক্ষক নিহত

  • প্রকাশের সময় : ২৩/০৯/২০২১ ১৪:০২:৩০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
5

দক্ষিণ-পূর্ব লন্ডনে সাবিনা নেসা নামে ২৮ বছর বয়সী এক ব্রিটিশ-বাংলাদেশি স্কুল শিক্ষক নিহত হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তিনি নিহত হন বলে জানিয়েছে পুলিশ।

বাড়ি থেকে পাঁচ মিনিট দূরত্বের একটি পাবে হেঁটে যাওয়ার সময় সাবিনাকে হত্যা করা হয়। লন্ডন পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পরদিন সকালে একটি পার্কে তার মরদেহ পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, রাত সাড়ে ৮টার দিকে সাবিনা লন্ডনের অ্যাস্টেল রোডের বাসা থেকে হেঁটে দক্ষিণ-পূর্ব লন্ডনের কিডব্রুক ভিলেজের একটি বারে যাওয়ার সময় আক্রমণের শিকার হন।

পুলিশ এ ঘটনায় তদন্তে নেমেছে এবং হত্যার অভিযোগে ৪০ বছর বয়সী একজনকে আটকও করে। আপাতত তাকে ছেড়ে দেওয়া হয়েছে, তবে পরবর্তীতে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানো হয়েছে।

লন্ডন পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জো গ্যারিটি জানিয়েছেন, তদন্তের কাজে বেশ ভালো অগ্রগতি হয়েছে। তিনি বলেন, ‘হত্যাকারীকে খুঁজে বের করার জন্য আমাদের সব সক্ষমতা কাজে লাগাচ্ছি।’

’তবে, লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তার ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ সম্পর্কে সঠিক কোনো ধারণা পাওয়া যায়নি।

জুবেল আহমেদ নামে সাবিনার এক আত্মীয় বলেন, ‘সাবিনার মৃত্যুর খবর শুনে তার বাবা-মা খুবই ভেঙে পড়েছেন।’

সাবিনা দক্ষিণ-পূর্ব লন্ডনের লুইশামে থাকতেন। প্রায় এক বছর ধরে তিনি ক্যাটফোর্ডের রুশে গ্রিন প্রাইমারি স্কুলের শিক্ষকতা করছিলেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি