বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১:১৩ অপরাহ্ন

আয়েশা মুন্নির ‘হৈম পাতার শিরা’

  • প্রকাশের সময় : ২৯/০৮/২০২১ ১৪:৩১:১৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
7

হৈম পাতার শিরায় শিরায়

কুয়াশা সকাল

ফোটা ফোটা শিশির কণায়

হীম-শীতল রক্ত ঝরায়…


দ্বিধাহীন শ্বাস-প্রশ্বাসে

ফুলে ফুলে সৌন্দর্যের আশ্চর্য বিভা,

নির্জন দুপুরে দাঁড়িয়ে থাকি

স্মৃতির অতলে।


কাঁঠাল চাপার মায়া

রঙিন কাঠগোলাপ

ঝুলে পড়া বিকেল

ফিকে হয়ে যায় চেপে বসা সন্ধ্যা…


রক্ত স্রোতে প্লাবিত সময়

নিঃসঙ্গ দহনে রাত,

রঙ না পাওয়া শূন্যতা!

ফেলে দেওয়া বিষণ্ণ দিন…


শত আঁখিজল ভেঙে এসেও

ভেঙে যাওয়া জীবন এখন আমার,

বাস্তবতা নৃত্যরত মৃত্যুর গানে

অথচ-মৃত্যু আমার প্রিয় ছিল না….


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি