শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন

সিলেটে বিএনপি নেতাকে কু'পিয়ে জখম

  • প্রকাশের সময় : ২৮/০৪/২০২৫ ০২:২৩:১৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
185

সিলেটের দক্ষিণ সুরমায় প্রতিপক্ষের হামলায় রিফল আহমদ (৪২) নামে এক বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন।

 

রোববার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সিলাম রাস্তার মুখ পয়েন্টে এই ঘটনা ঘটে।


গুরুতর আহত রিফল আহমদ উপজেলার সিলাম ইউনিয়নের মুক্তিযোদ্ধা শমেসের আলীর ছেলে। তিনি দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক।

 

স্থানীয় সূত্র জানায়, রাজনীতির পাশাপাশি গাছ ও কাঠের ব্যবসা করেন রিফল। রাতে তিনি সিলাম রাস্তার মুখ পয়েন্টে অবস্থান করছিলেন। এমন সময় ২০/৩০ জনের একদল লোক এসে লোহার রড ও পাইপ দিয়ে পিটিয়ে তার বাম পা ভেঙে দেন এবং এলোপাতাড়ি কুপিয়ে জখম করে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।   

 

হাসপাতাল সূত্র জানায়, রিফলের মাথায় ও হাতে ধারালো অস্ত্র ধারা কোপ দেওয়া হয়েছে, বাম পা ভেঙে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে হাড় ফেটে গেছে।


আহত রিফল আহমদের ছোট ভাই খোকন আহমদ বলেন, ‘আমার ভাই হামলার শিকার হয়েছেন শুনে ঘটনাস্থলে গিয়ে তাকে পাইনি। এর আগেই আমার ভাইকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। হাসপাতালে গিয়ে ভাইয়ের অবস্থা গুরুতর দেখতে পাই। বর্তমানে আমি হাসপাতালে অবস্থান করছি। আমার ভাইয়ের জন্য দোয়া করুন।’


এ বিষয়ে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, মারামারির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, আহত একজন হাসপাতালে ভর্তি রয়েছে। এবিষয়ে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি