শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন

কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নান আর নেই

  • প্রকাশের সময় : ২৪/০১/২০২৫ ১২:১৭:৩৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
49

কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ, সাপ্তাহিক হাকালুকি পত্রিকার সম্পাদক ও কুলাউড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হান্নান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 


গত ২দিন কুলাউড়া শহরের একটি হাসপাতালে ডায়রিয়া জনিত চিকিৎসা নিয়ে বৃহস্পতিবার বাড়ি ফিরে যাবার পর শুক্রবার (২৪ জানুয়ারি) ভোররাতে তিনি পুনরায় অসুস্থতা বোধ করলে তাঁকে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তিনি ইন্তেকাল করেন।


মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিলো ৫৬ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 


মরহুমের জানাযার নামাজ পরবর্তীতে জানানো হবে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি