বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন

হবিগঞ্জে ছাত্রলীগ নেতা আ ট ক

  • প্রকাশের সময় : ১৬/০১/২০২৫ ০১:৪০:০৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
44

হবিগঞ্জে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা।


বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে জেলা সদরে কোর্ট মসজিদের সামনের সড়কে ঘোরাফেরা করার সময় একদল ছাত্রজনতা তাকে আটক করে হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করে।


পরে ৫ আগস্ট হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুরপাড় এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের মিছিলে গুলি করার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।


আন্দোলনে গুলিবিদ্ধ শহরতলীর আলমপুর গ্রামের বাসিন্দা মোশাহিদ মিয়া গত ৮ সেপ্টেম্বর মামলাটি দায়ের করেছিলেন।


বাদীর অভিযোগ, ৫ আগস্ট তিনকোনা পুকুর পাড় এলাকায় আসামিদের কয়েকজন আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ করলে তিনিসহ অনেকে আহত হন। পরে আন্দোলনকারী ছাত্রজনতা এক হয়ে অগ্রসর হলে আসামিরা পালিয়ে যায়।


হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ছাত্রজনতা জাকিরকে থানায় সোপর্দ করলে পুলিশ তাকে আন্দোলনে হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি