বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন

‘এই জীবনে তোমায় পেয়ে আমি ধন্য’

  • প্রকাশের সময় : ০৮/০১/২০২৫ ০৬:২০:০৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সংগৃহীত
Share
64

ওপার বাংলার তারকা দম্পতি নুসরাত-যশ। তাদের অভিনয় জীবনের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করে থাকেন।  তবে সেসব চর্চাকে উড়িয়ে বরং আনন্দে জীবন কাটাচ্ছেন তারা।


এদিকে আজ নুসরাতের জন্মদিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি যশ একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে স্ত্রীর জন্মদিনে  সূর্যের মায়াবী আলোয় নুসরাতের কপালে আঁকলেন আদুরে চুম্বন। রোম্যান্টিক মুহূর্ত তুলে ধরেছেন ভক্ত-অনুরাগীদের মাঝে।


সূর্য অস্ত যাওয়ার মুহূর্তে তোলা এই ভিডিওতে নুসরাতের জন্মদিনে ডেডিকেট করলেন যশ। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আরও হাসি, অ্যাডভেঞ্চার আর ছোটখাটো ঝগড়ার মধ্যে দিয়ে আমাদের বন্ডিং আরও স্ট্রং হোক। ঈশ্বর যেন তোমাকে সেই সমস্ত আনন্দ দেন।’


‘তুমি যা চাও, তাই যেন পাও। কারণ তুমি ভালো কিছুই ডিজার্ভ করো। তুমি এমন একজন নারী, যে সুন্দরভাবে সংসার ও কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারো। এই জীবনে তোমায় পেয়ে আমি ধন্য। জীবনের আরও একটি অবিস্মরণীয় বছরের জন্য চিয়ার্স। জন্মদিন খুব ভালো কাটুক।’


প্রসঙ্গত, ২০২০ সালে যশ-নুসরাত বিবাহবন্ধনে আবদ্ধ হন। ছেলে ইশানকে নিয়েও তাদের নানা সুন্দর মুহূর্ত কাটাতে দেখা গেছে। এ তারকা দম্পতি শুটিংয়ের ফাঁকেও জীবনের নানা মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি