রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন

সিলেটে স্বামীকে হ’ত্যায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকসহ ৩ জনের ফাঁ’সি

  • প্রকাশের সময় : ২৮/১১/২০২৪ ০৩:০২:৪৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
76

পরকীয়ার জেরে সিলেটের জাফলংয়ে একটি আবাসিক হোটেলে নিয়ে স্বামী ইমরানকে হত্যা মামলায় স্ত্রী খুশনাহার ও তার পরকীয়া প্রেমিকসহ ৩জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।


বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় সিলেটের অতিরিক্ত জেলা জজ ৪র্থ আদালতের বিচারক শায়লা শারমিন এ রায় প্রদান করেন।


বিষয়টি সিলেট প্রতিদিনকে নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা জজ ৪র্থ আদালতের বেঞ্চ সহকারী কবির হোসেন।


তিনি জানান, ২০২৩ সালের ১৬ এপ্রিল সোমবার দুপুরে গোয়াইনঘাট উপজেলার জাফলং বাল্লাঘাটের একটি আবাসিক হোটেলের নিচ থেকে কিশোরগঞ্জের নিকলির গুরই ইউনিয়নের আব্দুল জব্বারের ছেলে আল ইমরানের লাশ উদ্ধার করে পুলিশ। এসময় পলিয়ে যায় ওই যুবকের স্ত্রী।


পরে এই যুবকের পিতা আব্দুল জব্বার বাদি হয়ে গোয়াইনঘাট থানা একটি মামলা দায়ের করেন। এই মামলায় দীর্ঘ তদন্ত ও আদালতে সাক্ষীদের জবানবন্দি শেষে আদালত বৃহস্পতিবার মামলার ৩ আসামীর সবার ফাঁসির রায় দিয়েছেন।


দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নিহতে স্ত্রী খুশনাহার (২২), নাদিম আহমদ নাইম (১৯) ও মাহমুদুল হাসান (২২)।


কবির হোসেন জানান- রায় ঘোষণার সময় সব আসামী আদালতে উপস্থিত ছিলেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি