সুনামগঞ্জ সদরের মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের সততা চর্চায় উৎসাহিত করতে ও দুর্নীতির বিরুদ্ধে মনোভাব সৃষ্টির লক্ষে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুর ১২টায় জুবিলী মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে ৫টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় সিলেটের আয়োজনে ও সুনামগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহায়তায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর (অব.) সৈয়দ মহিবুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন সিলেট বিভাগের পরিচালক মোহাম্মদ ইব্রাহীম। এছাড়া বিশেষ অতিথি ছিলেন দুদক সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রাফী মো. নাজমুস্ সা'দাৎ এবং জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথি মোহাম্মদ ইব্রাহীম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ। একটি সুন্দর ভবিষ্যতের পূর্বশর্ত সততা ও আদর্শপূর্ণ জীবন গঠন। তাই দুর্নীতিমুক্ত জীবন গড়ার লক্ষ্যে ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে।
বিশেষ অতিথি দুদকের উপপরিচালক রাফী মো. নাজমুস্ সা'দাৎ শিক্ষার্থীদেরকে দুর্নীতি প্রতিকার ও প্রতিরোধ কার্যক্রম সম্পর্কে অবহিত করে বলেন, শিক্ষা উপকরণ বিতরণের উদ্দেশ্য তরুণ সমাজের মাঝে দুর্নীতিবিরোধী মনোভাব সৃষ্টি। যাতে পরবর্তী জীবনে তারা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকে।
সুনামগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর (অব.) সৈয়দ মহিবুল ইসলাম বলেন, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে দুদক কর্তৃক যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে তা আগামী প্রজন্মকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সহায়তা করবে।
অনুষ্ঠানে সুনামগঞ্জ সদরের ১০০ জন শিক্ষার্থী ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আট শতাধিক দুর্নীতি বিরোধী শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শিক্ষা উপকরণের মধ্যে ছিলো- পরিবেশ বান্ধব স্কুল ব্যাগ, দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত ছাতা, টিফিন বক্স, জ্যামিতি বক্স, ওয়াটার বোটল, খাতা ও স্কেল। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন উপজেলায়ও এসব সামগ্রী বিতরণ করা হবে।