সিলেটে ২৮ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
তার নাম সেলিম মিয়া (৪৫)। তিনি হবিগঞ্জের মাধবপুর থানার বাগাসুরা গ্রামের কুতুব উদ্দিন ওরফে মগনি মিয়ার ছেলে।
মঙ্গলবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে দক্ষিণ সুরমার বদিকোনা এলাকার কাদির মিয়ার কলোনি থেকে তাকে গ্রেফতার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাদায়ের করে তাকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) সাইফুল ইসলাম।