দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
তার নাম আশকি ভুঁইয়া (২৮)। তিনি কুমিল্লার হোমনা থানার মনিপুর গ্রামের মৃত এনামুল হক ভুঁইয়া।
মঙ্গলবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকার শাহেদ মিয়ার দোকান সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
এসময় তার হেফাজত থেকে ৫০০ গ্রাম ওজনের ১৭২ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের এডিসি মিডিয়া মো. সাইফুল ইসলাম।