বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৩ অপরাহ্ন

বিশ্বনাথে ৪০০ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও নগদ অর্থ প্রদান

  • প্রকাশের সময় : ৩০/১০/২০২৪ ০৩:৪০:২৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সংগৃহীত
Share
13

সিলেটের বিশ্বনাথে ৪ শতাধিক কৃষকদের মাঝে বিনামূল্যে শীতকালীন ৮ প্রকার শাক-সবজির বীজ ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।


বুধবার (৩০অক্টোবর) দুপুরে উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলা কৃষি অধিদপ্তর আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরের কৃষি পূর্নবাসন কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আগাম শীতকালিন সবজির ৮ প্রকার বীজ ও ১ হাজার টাকা করে নগদ অর্থ  বিতরণ করা হয়।


উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সুনন্দা রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো.আবু সাঈদ।


প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, সরকার কর্তৃক নগদ অর্থ ও শীতকালীন শাক সবজির বীজ সকলে রোপন করবেন। যা দিয়ে আপনাদের পারিবারিক চাহিদা পূরণ হবে পাশাপাশি অর্থ উপার্জনও হবে।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি