বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:৫১ অপরাহ্ন

সিলেটে ন্যাশনাল ব্যাংকে তালা দিলেন বি.ক্ষু.ব্ধ গ্রাহকরা

  • প্রকাশের সময় : ৩০/১০/২০২৪ ০২:০১:৫৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
44

সিলেটে ন্যাশনাল ব্যাংকের একটি শাখায় তালা ঝুলিয়েছেন ভুক্তভোগী গ্রাহকরা। বুধবার (৩০ অক্টোবর) দুপুর ১২ টার দিকে সিলেট নগরের শিবগঞ্জ ব্রাঞ্চে তালা ঝুলিয়েছেন গ্রাহকরা।


স্থানীয় সূত্র জানা যায়, ন্যাশনাল ব্যাংকের শিবগঞ্জ ব্রাঞ্চে বেশ কয়েকদিন থেকে গ্রাহকেরা টাকা তুলতে এসে হয়রানির শিকার হচ্ছেন। গ্রাহকরা বিভিন্ন এমাউন্টের টাকার চেক নিয়ে নগদ উত্তোলনের জন্য ব্যাংক থেকে দেয়া হচ্ছিলো ৫-১০ হাজার টাকা। এতে গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে আজ দুপুরে শিবগঞ্জ ব্রাঞ্চে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন।


ন্যাশনাল ব্যাংকের শিবগঞ্জ ব্রাঞ্চের গ্রাহক ফয়জুল কয়েছ বলেন, ব্যাংকে টাকা ১০ লাখ জমা দিতে আসলে ঠিকই জমা নিচ্ছে। কিন্তু টাকা উত্তোলনের জন্য চেক নিয়ে আসলে ৩ হাজার টাকার উপরে দিচ্ছে না। অথচ জমা ও লোন তারা ঠিকই নিচ্ছে বা দিচ্ছে।আমাদের টাকা আমাদের দিবে। আমরা কি ভিক্ষুক নাকি না লোন নিতে এসেছি? আমাদের টাকা দেওয়ায় আমরা ব্যাংকে তালা ঝুলিয়েছি। 


ইফজালুর রহমান ইফজাল বলেন, আমি অসুস্থ। আমি ভারতে যাবো চিকিৎসা নিতে। ব্যাংক ম্যানাজার ৩ হাজার টাকার উপরে দিচ্ছে না। সে বলে ৬ মাসের মধ্যে সব ঠিক হবে। আমি চিকিৎসা না করতে পারলে টাকা কেন ব্যাংকে রাখলাম। অথচ ব্যাংকে আমার লাখ লাখ টাকা রাখা।


বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান,বিক্ষুব্ধ গ্রাহকরা ব্যাংকে তালা দিয়ে বিক্ষোভ শুরু করার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ রয়েছে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি