বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:৪১ অপরাহ্ন

কুমিল্লা যাচ্ছেন হালিমা : সিলেট কারাগারে আসছেন প্রশান্ত বণিক

  • প্রকাশের সময় : ৩০/১০/২০২৪ ০১:৪১:৪১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
39

সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব) হালিমা খাতুনকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হয়েছে। আর সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হিসেবে দ্বায়িত্ব দেয়া হয়েছে রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব) প্রশান্ত কুমার বণিককে।


মঙ্গলবার (২৯ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা -১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ বদলি আদেশ দেয়া হয়। আদেশে একই সাথে দেশের আরও সাত জেল সুপারকে বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।


প্রজ্ঞাপনে দেখা যায়, রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব) প্রশান্ত কুমার বণিককে সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব), সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব) হালিমা খাতুনকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব) হিসেবে দ্বায়িত্ব দেয়া হয়েছে।


এছাড়াও ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব) জাহানারা বেগমকে রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব),  কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব) মো. আব্দুল জলিলকে ফেনী জেলা কারাগার জেল সুপার, বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মো. ওবায়দুর রহমানকে চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার, চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ ফোরকান ওয়াহিদকে নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার, নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. মোকাম্মেল হোসেনকে গোপালগঞ্জ জেলা কারাগারের জেল সুপার এবং জয়পুরহাট জেলা কারাগারের জেল সুপার রীতেশ চাকমাকে কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার হিসেবে বদলি করা হয়।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি