মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৫:৩০ অপরাহ্ন

সিলেটে কনস্টেবল নিয়োগে প্রথম দিনে ৯৯২ জন উত্তীর্ণ

  • প্রকাশের সময় : ৩০/১০/২০২৪ ১২:৫৫:৪১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
31

সিলেটে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা মঙ্গলবার (২৯ অক্টোবর) থেকে সিলেট জেলা পুলিশ লাইন্সে শুরু হয়েছে। এতে প্রথম দিনে উপস্থিত ছিলেন ১ হাজার ৭৩৬ জন পরীক্ষার্থী। এরমধ্যে নিয়োগ প্রক্রিয়ার প্রাথমিক যাচাই-বাছাই শেষে ৯৯২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।


সিলেট জেলা পুলিশ জানায়, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে এবার সিলেট জেলায় ২ হাজার ২৪৮ জন চাকরি প্রার্থী আবেদন করেছেন। এর মধ্যে উপস্থিত ছিলেন ১ হাজার ৭৩৬ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৯৯২ জন।


২৯, ৩০ ও ৩১ অক্টোবর ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের জন্য শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও পিইটি টেস্ট মাঠ বাছাই কার্যক্রম চলবে। এই তিন ধাপের পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তারা লিখিত পরীক্ষায় ১৭ নভেম্বর সকাল ১০টায় অংশ নেবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ২৪ নভেম্বর সকাল ১০টায় মনস্তাত্ত্বিক পরীক্ষা অংশ নেবেন।


সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার বলেন, উত্তীর্ণরা আরও ২ দিন কাগজপত্র যাচাইসহ পিইটি টেস্ট কার্যক্রমে অংশগ্রহণ করবেন। তাদের থেকে যারা উত্তীর্ণ হবেন তারাই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি