কুলাউড়া উপজেলার পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে কলেজ মিলনায়তনে এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত ৩ জনসহ উত্তীর্ণ ৫৫ জন শিক্ষার্থীকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় কলেজের অধ্যক্ষ মো. হানিফের সভাপতিত্বে ও নির্বাহী কমিটির সদস্য সাংবাদিক ছয়ফুল আলম সাইফুলের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কলেজ নির্বাহী কমিটির সভাপতি মেজর (অবঃ) নুরুল মান্নান চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর আহমদ চৌধুরী বুলবুল, প্রবাসী কমিউনিটি নেতা খালেদ শাহাবুদ্দিন, কানিহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজল উদ্দিন আহমদ, হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমন্ত গোপাল দত্ত, মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, কলেজ নির্বাহী কমিটির সদস্য হাজী শামসুল হক, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, প্রভাষক আলাউদ্দিন কবির, ব্যবসায়ী নিখিল মল্লিক, অভিভাবক মাহমুদুল ইসলাম, হাজীপুর সোসাইটির কোষাধ্যক্ষ এ কে সামছু প্রমূখ।
শুভেচ্ছা বক্তব্য রাখে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তারেকুর রহমান ও একাদশ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া নাসরিন তানিয়া। পব্ত্রি কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী তাছফিয়া সুলতানা লিমা ও গীতা পাঠ করেন লাকী দেশোয়ারা।
অনুষ্ঠানে ব্যবসায় শিক্ষা শাখা থেকে জিপিএ- ৫ প্রাপ্ত ইশরাত জাহান ফাহমিদা, তাসনিয়া আক্তার অপি ও সুমাইয়া জারিনকে নগদ অর্থসহ স্মারক প্রদান করা হয়। এছাড়াও উত্তীর্ণদের স্মারক প্রদান করা হয়।