মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৫:২৩ অপরাহ্ন

কুষ্টিয়ায় যাওয়ার পথে কুলাউড়ার দম্পতি নিখোঁজ

  • প্রকাশের সময় : ২৯/১০/২০২৪ ১১:৫৪:০৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
39

কুষ্টিয়ায় আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে কুলাউড়ার ব্যবসায়ী সালাম আহমদ ও তাঁর নিখোঁজ হয়েছেন। গত ৪ দিন থেকে তাদের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। সালাম আহমদ কুলাউড়া বাজারের ব্যবসায়ী ও উপজেলার কাদিপুর ইউনিয়নের পশ্চিম মনসুর এলাকার বাসিন্দা। 


জানা যায়, শুক্রবার (২৫ অক্টোবর) বিকালে কুষ্টিয়ায় এক ব্যবসায়ীক আত্মীয়ের বাড়ি বেড়াতে যাওয়ার জন্য স্ত্রী সহ রওয়ানা দেন। পরদিন শনিবার দুপুর পর্যন্ত তাদের ব্যবহৃত মোবাইল নাম্বারে পরিবারের সাথে যোগাযোগ হয়। কিন্তু দুপুরের পর থেকে ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ রয়েছে।  কুষ্টিয়ায় আত্মীয়ের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পরও তাদের সন্ধান পাওয়া যায় নি। পরে এ ঘটনায় কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।


তাদের কোন সন্ধান পেলে 01301-877585 এই নাম্বার কুলাউড়া থানায় যোগাযোগেরর জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি