সিলেটের গোলাপগঞ্জে টাকা তুলতে না পেরে ক্ষুব্দ হয়ে ন্যাশনাল ব্যাংকের গেটে তালা দিয়েছেন গ্রাহকেরা।
গতকাল সোমবার সকাল ১১টার দিকে প্রায় অর্ধ শতাধিক গ্রাহক ব্যাংকে গিয়ে নিজের হিসাব একাউন্ট থেকে টাকা তুলতে না পেরে কর্মরত ব্যাংক কর্মকর্তাদের সাথে চিৎকার বাকবিতন্ডা শুরু করেন।
একপর্যায়ে গ্রাহকরা ব্যাংক কর্মকর্তাদের কাছ থেকে সন্তোষজনক জবাব না পেয়ে ব্যাংকের গেটে তালা মেরে দেন তারা। এছাড়াও তারা সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করার চেষ্টা করেন। এসময় রাস্তার উভয় পাশে যানজটের সৃষ্টি হলে স্থানীয় শ্রমিক নেতারা তাদের বাধা প্রদান করেন এবং পরে যান চলাচল স্বাভাবিক হয়।
নাম প্রকাশ না করার শর্তে বেশ কিছু গ্রাহক জানান, আমরা আমাদের হিসাব শাখায় গচ্ছিত টাকা রেখেছি প্রয়োজনে ব্যবহার করবো বলে। কিন্তু চাহিদামত টাকা তুলতে পারছিনা। রহিমা বেগম নামে জনৈকা মহিলা জানান, আমার ছেলের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, অথচ টাকা উত্তোলন করতে পারছিনা।
শামছুল ইসলাম জানান, আমি মসজিদ মেরামতের ঢালাই কাজে টাকা তুলতে পারছিনা। ফলে স্থানীয় মুসল্লিদের রোষানলে পড়েছি। এছাড়া তার মত ভুক্তভোগী অসংখ্য গ্রাহক জানান, চেকে উল্লেখিত টাকার বিপরীতে ব্যাংক কর্তৃপক্ষ তাদের ইচ্ছামাফিক টাকা প্রদান করছে। এতে তাদের সন্দেহ হচ্ছে, ব্যাংক কি হঠাৎ উধাও হয়ে যাবে! তারা এ থেকে পরিত্রাণ পেতে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট ব্যাংকের এক কর্মকর্তা জানান, গ্রাহকরা অভিযোগ করছে ব্যাংক নাকি উধাও হয়ে যাবে। তাই প্রয়োজনের বাহিরে সকলেই টাকা তুলতে ভীড় করছে।
এ ব্যাপারে ন্যাশনাল ব্যাংক গোলাপগঞ্জ শাখা ব্যবস্থাপক মোজাম্মেল হক জানান, এ ঘটনার সত্যতা স্বীকার বলেন, অদৃশ্য কারণে গ্রাহকরা হঠাৎ করে অতিরিক্ত টাকা উত্তোলন করতে প্রতিদিন ব্যাংকে ভীড় করছে। নগদ টাকা দেরিতে আসায় এবং টাকা পরিশোধে বিলম্ব হওয়ায় ক্ষুব্দ গ্রাহক ব্যাংকের গেটে তালা মেরে দেয়।