মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৩ অপরাহ্ন

বিয়ের তিনদিনের মাথায় বিদেশ ফেরত যুবক খু.ন

  • প্রকাশের সময় : ২৯/১০/২০২৪ ০১:২৬:৫৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
36

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিয়ের তিনদিনের মাথায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে সোহান আহমেদ (২৫) নামে প্রবাস ফেরত এক যুবক খুন হয়েছেন। সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ইনাতগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।


নিহত সোহান উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সিরাজ মিয়ার ছেলে।


স্থানীয়রা জানান, সন্ধ্যা ৬টায় পাশের উমরপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে নুরকাছ ও তার লোকজনের সঙ্গে সোহানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা ছুরি দিয়ে আঘাত করতে শুরু হলে সোহান দৌড়ে আত্মরক্ষার চেষ্টা করেন।


পরে স্থানীয়রা সোহানকে সেখান থেকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়েছে।


সোহান সৌদি আরব প্রবাসে ছিলেন। এক মাস আগে দেশে ফিরেছেন ও মারা যাওয়ার তিনদিন আগে তিনি বিয়ে করেছেন।  


এ ঘটনায় আহত সোহানের চাচাতো দুই ভাই সৌদি আরব প্রবাসী নূর আলমের ছেলে মোসাদ্দেক আলম (২৪), আবু সায়েদের ছেলে শহীদুল্লা (২৫) ও দিঘীরপার কোনার বাড়ি গ্রামের আজির মিয়া (৪৫) আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


ঘটনা নবীগঞ্জের ইনাতগঞ্জ বাজারে হলেও স্থানটি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার অভ্যন্তরে হওয়ায় জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানেই মামলা দায়েরের কথা।


স্থানীয়দের বরাত দিয়ে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, ইনাতগঞ্জ বাজারে সোহান আহমেদ ও তার লোকজনের সঙ্গে প্রতিপক্ষের সংঘর্ষ হয়। এ সময় তাকে প্রকাশ্যে ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি