ব্যাপক উচ্ছাস উদ্দিপনার মধ্য দিয়ে অনুষ্টিত হয়েছে বিলেতে শমসেরনগরের আমরা ক'জনের আয়োজনে শমশেরনগর বাসীর প্রবাস পুনর্মিলনী। পুর্ব লন্ডনের একটি হলে রোববার দিনব্যাপি অনুষ্টিত এ পুনর্মিলনী উপস্তিতি ঘটে বৃটেনের বিভিন্ন অঞ্চলে বসবাসরত শমশেরনগর বাসীর। অনুষ্টানে এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা সভাও অনুষ্টিত হয়।
সভায় রমিজ আলীর সভাপতিত্বে ও মিজানুর রহমান এবং আব্দুল কাইয়ুম কয়েছের যৌথ সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন অনুষ্ঠানের সমন্বয়ক আমিনুর রহমান লিটন, মাইনুল ইসলাম খান, কুতুব আলী, আব্দুল হাদী জুয়েল, তরিকুর রশিদ চৌধুরী শওকত, আলাউর রহমান শাহিন, মুহিবুর রহমান, মাহবুবুর রাহমান বাবলু, সাইফুর রহমান বাপ্পি, তানভীর আহমেদ রাসেল, গোলাম রাব্বানী তৈমুর,জাকারিয়া মুন্না, এসানুল হক মাহিন প্রমুখ।
অনুষ্ঠানে সকলের সম্মতি ক্রমে গ্রুপের নাম পরিবর্তন 'ইউনাইটেড শমসেরেরনগর' রাখা হয় এবং নতুন লোগো উন্মোচন করা হয়। এই গ্রুপের প্রথম থেকে মূল উদ্দেশ্য বিলেতে শমসেরনগরের সকলকে নিয়ে দেশে-বিদেশে একত্রে নিজের এলাকার লোকজনের পাশে থাকা, সামাজিক উন্নয়নমূলক কাজে সহযোগিতা করা।