মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৭ অপরাহ্ন

হবিগঞ্জে সড়ক দু র্ঘট না য় যুবক নি হ ত

  • প্রকাশের সময় : ২৭/১০/২০২৪ ০৮:৩৬:১৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
25

হবিগঞ্জের আজমিরীগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মকবুল হাসান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 


রোববার (২৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার শিবপাশা ইউনিয়নের আজমিরীগঞ্জ-শিবপাশা সড়কে এই দুর্ঘটনা ঘটে। 


নিহত মকবুল হাসান পৌরসদরের নয়ানগরের (নতুন বাড়ি) বাসিন্দা মুক্তিযোদ্ধা জালাল মিয়ার ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মকবুল হাসান আচার বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। রবিবার সকালে একটি ব্যটারিচালিত অটোরিকশা করে আচার বিক্রি করতে হবিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি।


এসময়  বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হয় মকবুল। স্থানীয়রা মকবুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.বি.এম মাঈদুল হাছান বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে৷ ময়নাতদন্তসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি