সদ্য ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে নিষিদ্ধ হওয়া ছাত্রলীগের দোয়ারাবাজার উপজেলা শাখার আহবায়ক (দাবীদার) ও বাংলাবাজার ইউনিয়ন শাখার সাবেক সভাপতি রেজাউল হককে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) গভীর রাতে বাংলাবাজার ইউনিয়নের কিরনপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।রেজাউল হক উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কিরনপাড়া গ্রামের মৃত সিরাজ মিয়ার পুত্র।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান,সাবেক এমপি মুহিবুর রহমান মানিকসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন হামলায় আহত জহিরের ভাই।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি)মো:জাহিদুল হক গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।