সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১০০পিচ ইয়াবাসহ সাইফুল ইসলাম (৩০) এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্বচাইরগাও চেলা নদীর পশ্চিম পাড় খেয়াঘাট থেকে তাকে ইয়াবাসহ আটক করেছে
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সোনালী চেলা বিওপি'র টহল দল। আটককৃত ব্যক্তি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উস্তিংঙ্গেরগাও গ্রামের রুহুল আমিনের পুত্র।
বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্বচাইরগাও চেলা নদীর পশ্চিম পাড় খেয়াঘাটে অভিযান চালিয়ে মোটরসাইকেল যোগে ১০০পিচ ইয়াবা নিয়ে বাংলাবাজার যাওয়ার পথে সাইফুল ইসলাম নামের এক মোটরসাইকেল ড্রাইভারকে আটক করা হয়েছে।
এসময় সাইফুল ইসলামের হেফাজতে থাকা ১০০পিচ ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্ধ করা হয়।আটক সাইফুল ইসলামের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. জাহিদুল হক গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।